“শিক্ষা নিয়ে গড়ব দেশ লাল সবুজের বাংলাদেশ”
Call Us at: 01718536631,01719639189
শিক্ষাই জাতির মেরুদন্ড।জাতি গঠনের একমাত্র উপায় হল শিক্ষা।সক্রেটিসের মতে, শিক্ষার উদ্দেশ্য হল মিথ্যার বিনাশ আর সত্যের আবিষ্কার।রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন-মনুষত্য অর্জনই হলো শিক্ষার মূল উদ্দেশ্য।জ্ঞান আহরণ এমন এক সাধনার নাম,দোলনা থেকে কবর পর্যন্ত যার সময়।যখন প্রযুক্তির উন্নয়ন হচ্ছে দ্রুত গতিতে অপর দিকে মানবীয় চরিত্র ও ভালবাসার পতন হচ্ছে উল্কার গতিতে।নৈতিক শিক্ষার অভাবে এ রকম হচ্ছে।নৈতিক শিক্ষাই জাতি গঠনে একমাত্র হাতিয়ার।সভ্যতার বিকাশে বিজ্ঞান মনস্ক জাতি অপরিহার্য।সে লক্ষে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই।শিক্ষা ব্যবস্হাকে এগিয়ে নেয়ার প্রধান নিয়ামক হচ্ছে শিক্ষা সমাজ।বিবেকবান এবং নিবেদিত প্রাণ মেধাবী শিক্ষকের তত্ত্বাবধানে পরিচালিত হয় বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।বেলচোঁ উচ্চ বিদ্যালয় ১৯৬৮ সালে স্হাপিত হয়েছে।প্রতিষ্ঠার পর থেকে বর্তমান পর্যন্ত এ বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ধরে রাখতে সক্ষম হয়েছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত যারা সর্বাত্মক সহযোগিতা করে শিক্ষা কার্যক্রম ধন্য করেছেন।বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে আই.টি খাতকে যে গুরুত্ব দিচেছ তাতে বাংলাদেশ খুব শীঘ্রই উন্নয়নশীল দেশে পরিণত হবে।
ধন্যবাদান্তে জনাব খোরশেদ প্রধান শিক্ষক বেলচোঁ উচ্চ বিদ্যালয়
বেলচোঁ উচ্চ বিদ্যালয়
01718536631,01719639189