শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সমূহ
ক্রঃ নঃ | বিবরণ | তথ্য সমূহ |
০১ | প্রতিষ্ঠানের নাম | বেলচোঁ উচ্চ বিদ্যালয় |
০২ | প্রতিষ্ঠনের ছবি | |
০৩ | সংক্ষিপ্ত বর্ণনা | চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার উপকণ্ঠে ডাকাতিয়া নদীর দক্ষিণ প্রান্তে ৬নং, বড়কুল পূর্ব ইউনিয়ন হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পশ্চিম পাশে কাজিরখিল গ্রামে বেলচোঁ উচ্চ বিদ্যালয় অবস্থিত। বিদ্যালয়টি ১৯৬৮ সালে স্থাপিত হয়। স্থানীয় শিক্ষানুরাগী মাওলানা মরহুম শিহাব উদ্দিন. এরহুম আলী আহমদ মিয়া, মরহুম আবুল কাশেম সর্দার, মরহুম দলিলুর রহমান তপাদার, মরহুম সালামত উল্লাহ মাস্টার সহ আরও নাম না জান অনেকের অক্লান্ত প্রচেষ্টায় স্থাপিত হইয়া ০১/০১/১৯৭৫ খ্রিস্টাব্দে জুনিয়র উচ্চ বিদ্যালয় হিসাবে উপ-পরিচালক, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম। তাহার স্মারক নং, ৪৭৬৫/০৩ জি, তারিখ ০৯/০৩/১৯৭৬ খ্রিস্টাব্দে স্বীকৃত লাভ করে। পরবর্তী সময়ে মরহুম দেলোয়ার হোসেন পাটওয়ারী, আ. রশিদ বেপারী এবং বর্তমান প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন পাটওয়ারীর অক্লান্ত প্রচেষ্ঠায় মাধ্যমিক বিদ্যালয় হিসাবে ০১/০১/১৯৮৭ খ্রিস্টাব্দে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা থেকে স্বীকৃতি লাভ করে। তাহার স্মারক ন. এস.আর /১৮১/চাঁদ/৮৫/২৬৯ তারিখ ২৫/১১/১৯৯৩ খ্রিস্টাব্দে বিদ্যালয়ের ঊওওঘ ১০৩৭১৯, শিক্ষা বোর্ড কোড-৭৪৯৭, এম, পি, ও ইনডেক্র নম্বর-০৭০৪০৩১৩০১ |
০৪ | প্রতিষ্ঠানকাল | ০১/০১/১৯৬৮ ইং |
০৫ | ইতিহাস | মরহুম দেলোয়ার হোসেন পাটওয়ারী, বর্তমান প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন পাটওয়ারীর এবং আ. রশিদ বেপারী সহ আরও নাম না জান অনেকের সাহায্যে এবং স্থানীয় লোকদের আর্থিক সহায়তায় উক্ত বিদ্যালয়টি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয় হিসাবে ০১/০১/১৯৮৭ খ্রিস্টাব্দে কুমিল্লা শিক্ষা বোর্ড এর স্বীকৃতি লাভ করে বর্তমান পর্যন্ত সুন্দরভাবে পরিচালিত হয়ে আসছে। ০১/০১/১৯৭৫ খ্রিস্টাব্দ হতে শিক্ষকগণ ভাতা হিসাবে সরকারি অনুদান প্রাপ্ত হয় । ০১/১২/১৯৮৪ খ্রিস্টাব্দে থেকে জুনিয়র উচ্চ বিদ্যালয় হিসাবে এম,পি, ও ভুক্ত হয়। ০১/০৬/১৯৮৭ খ্রিস্টাব্দে উচ্চ বিদ্যালয়টি বেসরকারি উচ্চ বিদ্যালয় হিসাবে এম,পি, ও ভুক্ত হয়। সে সময় থেকে আজ পর্যন্ত বিদ্যালয়ে কর্মরত শিক্ষকগণ সরকারি স্টাফ প্যার্টান অনুযায়ী সরকারি অংশ বেতন পেয়ে আসছে। বর্তমানে ১০০% হারে সরকারি অংশ বেতন ভাতা পাচ্ছে। বিদ্যালয়টিতে তিনটি শাখা ( বিজ্ঞান, ব্যবসায় শাখা, মানবিক) পরিচালিত হচ্ছে। সরকারি ঘোষনা অনুযায়ী কম্পিউটার শিক্ষা বিষয়টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। তাহার স্বাক্ষর নম্বর স্বীকৃতি /১৮৯/চাঁদ/৫৪৩, কারিখ: ০৩/০৩/২০০৫ খ্রিস্টাব্দ মতে অন্তর্ভুক্ত হয়। প্রতিষ।ঠানের নিজস্ব অর্থায়নে একটি কম্পিউটার ক্রয় করা হয়েছে। সরকারি বিধি অনুযায়ী কম্পিউটার শিক্ষা বিষয়ের জন্য কমিম্পউটার শিক্ষক নিয়োজিত আছেন। সরকারি ঘোষণা অনুযায়ী কৃষি মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা মতে কৃষি বেষয়ক শিক্ষক নিয়োগ দেওয়া হয়এর্ব তিনি সরকারি এম, পি, ও ভুক্ত আছেন। পরবর্তী সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। তাহার স্মারক ন. স্বীকৃতি /১৮১/চাঁদ/৬১৬, তারিখ: ০৮/০৮/২০১০ খ্রিস্টাব্দ মতে কৃষি শিক্ষা বিষয়টি অনুমোদন লাভ করে। অদ্যাবধি বিদ্যালয়টি সরকারি নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। |
০৬ | প্রধান শিক্ষক/ অধ্যক্ষ | মোঃ মহিউদ্দিন পাটওয়ারীর |
০৭ | অন্যান্য শিক্ষকদের তালিকা ঃ | ১। মো: আব্দুল হক (সহ: প্রধান) ২। মোহাম্মদ আলী (সি. শিক্ষক) ৩। বিজয় কৃষ্ণ মজুমদার (সি. শিক্ষক) ৪। মানিক শীল (সি. শিক্ষক) ৫। মেহেরুন নেছা (সি. শিক্ষক) ৬। মো: শরীফ উল্যা (সি. শিক্ষক) ৭। মোহাম্মদ মাসুদ (সি. শিক্ষক) ৮। আমেনর বেগম (সি. শিক্ষক) ৯। মন্জুর হোসেন (সহ শিক্ষক) ১০। মোহাম্মদ জান্নাতুল বাকী (সহ শিক্ষক) ১১। মোঃ হোসেন (অফিস সহকারী) ১২। ফিরোজ হোসেন (দপ্তরী) ১৩। নিরাপদ চন্দ্র (নৈশপ্রহরী) ১৪। প্রফুল্ল চন্দ্র (পরিচ্ছন্নতাকর্মী) |
০৮ | ছাত্র/ছাত্রীর সংখ্যা (শ্রেণবিত্তিক) ঃ | ৬ ষ্ঠ শ্রেণী-ছাত্র-৯৫, ছাত্রী-৭৩/ ৭ম শ্রেণী-ছাত্র-৮০, ছাত্রী-৭২/ ৮ম শ্রেণী-ছাত্র-৪১, ছাত্রী-৬৮/ ৯ম শ্রেণী-ছাত্র-৩৭, ছাত্রী-৯২/ ১০ম শ্রেণী-ছাত্র-১৯, ছাত্রী-৫৬ |
০৯ | পাশের হার ঃ | বার্ষিক পরক্ষিায় ৬ ষ্ঠ-৭২%, ৭ম- ৭৮%, ৮ম- ১০০%, ৯ম- ৭১% |
১০ | বর্তমান পরিচালনা কমিটির তথ্য ঃ | মো: তৈয়ব (সভাপতি), মো: আ: রশিদ বেপারী (প্রতিষ্ঠাতা সদস্য), মো: তৈয়ব (দাতা সদস্য), ডা: শাহ জাহান (অভিভাবক সদস্য), আবু জাফর (অভিভাবক সদস্য), শহীদুল ইসলাম (অভিভাবক সদস্য),শামছুদ্দিন মিয়াজী (অভিভাবক সদস্য), বেগম (মহিলা অভিভাবক সদস্য), মোহাম্মদ আলী (শিক্ষক প্রতিনিধি), বিজয় কৃষ্ণ মজুমদার (শিক্ষক প্রতিনিধি), মেরনেছা (মহিলা শিক্ষক প্রতিনিধি), প্রধান শিক্ষক (পদাধিকার বলে সদস্য সচিব), মোঃ আহসান হাবীব (শিক্ষানুরাগী) |
১১ | বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল ঃ | এসএসসি জেএসসি পরীক্ষার তথ্য: |
ক্র.নং | পরীক্ষার সন | শতকরা হার |
১ | ২০১০ | ১০০% |
২ | ২০১১ | ১০০% |
৩ | ২০১২ | ১০০% |
ক্র.নং | পরীক্ষার সন | শতকরা হার |