সৃষ্টির সেরা জীব মানুষ।মানুষের আছে সৃজনী শক্তি। জন্মাবার পর থেকেই মানুষ শিখতে শুরু করে। শেখার সময় দোলনা থেকে মৃত্যু পর্যন্ত। আমরা প্রত্যেকেই শিখছি দিবা-রাত্রী প্রতি মূহুর্তে। শিক্ষাকে কাজে লাগিয়ে মানুষ এগিয়ে যাচ্ছে সব সম্ভবের দিকে। আজ যদি প্রশ্ন করা হয় আমরা কী পারি? তবে তার উত্তর হবে “আমরা কী পরিনা”। অদম্য ইচ্ছা আর প্রবল মনোবল থাকলে সবই সম্ভব। আমরা তার সত্যতা অনেকটাই প্রমান করেছি – বাকীটা প্রমান করতে চলেছি।
এই উচ্চ বিদ্যালয় পিছু হটতে হটতে যখন আর কোথাও যাবার জায়গা ছিলনা, সম্ভবত তখনই পেছনের দেয়ালের ধাক্কায় সামনে এগুতে শুরু করেছ। আর এজন্য অসংখ্য মানুষের প্রানঢালা ভালবাসা আর স্কুলের প্রতি দ্বায়িত্ববোধের জন্য পিছু হঠা থেকে সামনে চলা শুরু করা হয়েছে।
এ চলার গতি মোটেই শ্লথ নয়- দ্রুত। যারা ভাবেন, যারা চান তাদের প্রিয় বিদ্যাপিঠটি ধীরে ধীরে উঠে দাড়াক তথা বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যালয়ে রূপ নিক-...
Modern science laboratory
Experienced teacher
Rich library
Smart classroom
Modern science laboratory
Experienced teacher
Rich library
Smart classroom
Modern science laboratory
Experienced teacher
Rich library
Smart classroom